স্টাফ রিপোটার ॥ চাঁদপুরের নবাগত জেলা ও দায়রা জজ হিসেবে যোগ দিয়েছেন মোঃ জুলফিকার আলী খাঁন । গতকাল ৩০ এপ্রিল সোমবার সকালে নবাগত জেলা ও দায়রা জজ তার কার্যালয়ে আসলে তাকে ফুলের শুভেচ্ছা জানান বিচারকগন। শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন সাব জজ-১ মিজানুর রহমান ভুইয়া, সাব জজ-২ মোঃ মোস্তফা শাহরিয়ার ও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ( ভারপ্রাপ্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট) সৈয়দ মোঃ কায়সার মোশারফ ইউসুফ।
নবাগত জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খাঁন এর আগে বরগুনা জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক ( জেলা জজ ) হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি ব্যাক্তিগত জীবনে স্ত্রী ও ২ ছেলে নিয়ে বসবাস করছেন । তার নিজ বাড়ি ঝালকাটি জেলার সদরে ।
গতকাল সকালে জেলা ও দায়রা জজ তার কার্যালয়ে দায়িত্ব নেয়ার পর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীগন তার সাথে সাক্ষাত করেন এবং বিকেলে পুলিশ সুপার শামছুন্নাহার তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন ।
শিরোনাম:
শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।