চাঁদপুর: চাঁদপুরের নবাগত পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ পিপিএম (বার) কে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে বরণ করে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে তিনি চাঁদপুরে যোগদান করতে আসলে সার্কিট হাউজে ফুল দিয়ে বরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) কাজী মো. আবদুর রহীম।
এ সময় জেলা পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যগন উপস্থিত ছিলেন।
পরে নবাগত পুলিশ সুপার চাঁদপুর জেলা পুলিশে এর বিশেষ কল্যাণ সভায় যোগদান করেন। চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় পুলিশ লাইন্স ড্রিলসেড-এ “বিশেষ কল্যাণ সভা”র আয়োজন করা হয়। সভায় জেলা পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তা ও সকল ইউনিটের পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।
বিকেলে পুলিশ সুপার তাঁর কার্যালয়ের সভা কক্ষে চাঁদপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। সভায় জেলার সিনিয়র সাংবাদিকদের সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন এবং তাঁর কর্মপরিকল্পনার কথা বলেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/