ইয়াসিন হোসেন সুজন
মুসলমানদের বৃহত্তর ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদুল ফিতরের আনন্দ দরজার কড়ায়। আর এ আনন্দ ধনী-গরীবরা ভাগাভাগি করে নিতে বিত্তবানরা প্রতি বছর ফরিদগঞ্জের উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অবস্থিত লোহাগড় গ্রামের ঐতিহ্যবাহী লোহাগড় কে.আর দাখিল বালিকা মাদ্রাসার হত দরিদ্র ও এতিম অসহায় ও মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে দান করে। এই টাকা দিয়ে ছাত্র-ছাত্রীরা তাদের বই খাতা এবং ঈদের পোষাক কিনে থাকে। প্রতি বছর এর ন্যায় এ বছরও লোহাগড় কে আর দাখিল বালিকা মাদ্রাসা নগদ দশ হাজার টাকা এতিমদের জন্য প্রদান করা হয়। নাম না প্রকাশ করার সত্ত্বেও ক’জন বিত্তবানরা জানান, আমরা লোহাগড় কে.আর দাখিল বালিকা মাদ্রাসার ১৮জন ছাত্র-ছাত্রীকে উপস্থিত থেকে নিজ হাতে ৫শ থেকে ১হাজার টাকা করে এতিম অসহায় দরিদ্র ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেই। কিন্তু বিত্তবানরা মাদ্রাসা থেকে চলে যাওয়ার পর লোহাগড় কে.আর দাখিল বালিকা মাদ্রাসার সুপার মোঃ শাহ আলম সহ আরো চার জুনিয়র শিক্ষক মোঃ আঃ মান্নান মাষ্টার ও আঃ গনি পাটওয়ারী, মোঃ রহিম, মোঃ মুক্তার হোসেন একত্রে মিলে দানকৃত সেই টাকা আত্মসাত করে ফেলে।
ছাত্র-ছাত্রীর সাথে একান্ত আলাপকালে তারা জানায়, বিত্তাবনদের দেওয়া ঈদ উপহার আমাদেরকে দিয়ে গেলে গনি স্যার ও মান্নান স্যার আমাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে ঐ মাদ্রাসার সুপার জানান, এতিমদের অর্থ আত্মসাৎ না করার জন্য আমি গনি মাস্টার ও আঃ মান্নান মাস্টারকে বারন করেছিলাম। তাছাড়া গতকাল আমি মাদ্রাসার কাজে ফরিদগঞ্জে গিয়েছিলাম। এ ব্যাপারে সভাপতিকে জানানো হয়েছে। তিনি আসলে এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে। এতিম ও হত দরিদ্রদের অর্থ আত্মসাৎ করার ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে আঃ গনি মাস্টার বলেন, আমরা কোচিং এর টাকা নিয়েছি। কোচিং এর ব্যাপারে জানতে চাইলে তিনি গণ মাধ্যমকে দেখে নিবেন বলে হুমকি-ধমকি দেন। আঃ মান্নান ও মোক্তার এ ব্যাপারে বলেন, মাদ্রাসায় থাকলে থাকবো না থাকলে নাই তাতে কিছু আসে যায় না। আমাদের কোচিং এর টাকা আমরা নিয়েছি। তাছাড়া জাতীয় ও স্থানীয় দৈনিকের বেশ ক’জন সাংবাদিক দিনভর সরজমিনে অনুসন্ধানে গেলে মাদ্রাসায় কাউকে পাওয়া যায়নি। এদিকে এ ঘটনা এলাকায় জানা জানি হলে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করে। যে কোন সময় ঐ এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। বর্তমানে এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। এ ব্যাপারে এলাকার ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ মাদ্রাসা রক্ষার্থে মাননীয় প্রধানমন্ত্রী, ধর্মমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী সহ সর্বস্তর সচেতন মহল আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।