স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুরের পদুত পোদ্দার (৩৫) নামের এক ব্যবসায়ী ঢাকায় বাস চাপায় নিহত হয়েছে বলে পরিবার সূত্রে জানা যায়।
রবিবার দুপুরে রাজধানীর বঙ্গভবন এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় এ দূর্ঘটনাটি ঘটে।
চাঁদপুর শহরের পুরাতন আদালত পাড়ার মৃত. শরজিৎ পোদ্দারের ছেলে পদুত পোদ্দার (৩৫)। বর্তমানে নিহতের শ্রেষ্ঠা পোদ্দার নামের এক কন্যা সন্তান রয়েছে।
নিহতের বন্ধু বিকাশ মজুমদার জানায়, শুক্রবার ব্যাক্তিগত কাজে পদুত ঢাকায় যায়। দূর্ঘটনার খবরটি তার সাথে থাকা পরিচয় পত্রের মাধ্যমে জানানো হয়। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চাঁদপুর আসার পর দাহ করা হবে। সে শহরের জোড় পুকুর পাড় এলাকায় ব্যবসায় করত।