চাঁদপুরের মেয়ে লুলু ফেরদাউস মঙ্গল গ্রহে যাচ্ছেন। নাসায় কর্মরত হওয়ায় তিনি মঙ্গল গ্রহে যেতে পারছেন। বর্তমানে লুলু মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসায় কর্মরত আছেন সহযোগী গবেষক হিসেবে। একটি ডাচ প্রতিষ্ঠান এর আগে ঘোষণা দেয় তারা ২০২৫ সালের মধ্যে মঙ্গল গ্রহে মানুষ পাঠাবে। তারই প্রেক্ষিতে পুরো বিশ্ব থেকে প্রায় ২ লাখ আবেদন জমা পড়ে। এর মধ্যে ঐ সকল আবেদন যাচাই-বাছাই শেষে মাত্র চারজন মহাকাশচারী প্রথমে এ সুযোগ পাচ্ছেন। তার মধ্যে চাঁদপুরের লুলু একজন।
লুলু চাঁদপুর জেলার সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজ্জাকুল হায়দার শিমুর ভাতিজি। তার বাবা ওবায়দুর রহমান খান ভূ-তত্ত্ববিদ ও মা রেজিয়া সুলতানা আইইউবির ইংরজি বিভাগের অধ্যাপক। মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার ও চাঁদপুর-৫ নির্বাচনী এলাকার সাংসদ এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলামের ভাগ্নি লুলু। লুলুর পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে তারা বিষয়টি নিয়ে ভয় পেয়েছিলেন এখন তারা তাদের মেয়েকে নিয়ে গর্ববোধ করছেন।