চাঁদপুর সদর উপজেলার ১২নং চাঁন্দা ইউনিয়নে স্কুল পড়ুয়া কিশোরীকে অপহরন করার অভিযোগে মডেল থানা পুলিশ অপহরনকারী যুবকে আটক ও অপহরিতাকে উদ্ধার করেছে।
গত শনিবার মডেল থানার এসআই প্রদিপ কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযভিন চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। জানা যায়, চাঁন্দা চৌরাস্তা মিজানুর রহমানের স্কুল পড়–য়া মেয়েকে গত ৬ মাস পূর্বে আবু দেওয়ানের ছেলে রুবেল জোর করে অপহরন করে তুলে নিয়ে যায়। এ ঘটনায় মেয়ের মা শিউলি বেগম বাদি হয়ে চাঁদপুর মডেল থানায় একটি অপহরনের অভিযোগ দায়ের করেন। দীর্ঘদিন যাবত তাকে ঢাকায় লুকিয়ে রাখার পর অপহরনকারী রুবেল অপহরিতাকে নিয়ে চাঁদপুরে আসে। খবর পেয়ে পুলিশ চাঁন্দা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। অপহরনকারী রুবেলকে পুলিশ থানায় নিয়ে আসার পর তাকে ছারিয়ে নেওয়ার জন্য চাঁন্দা ইউনিয়ন ছাত্র লীগ নেতা জাহিদ ও যুবলীগ নেতা ইব্রাহিম থানায় এসে পুলিশকে ম্যানেজ করার চেস্টা করে। মেয়ের মা শিউলি জানায়, পশের বাড়ির ছেলে রুবেল জোর করে মেয়েকে তুলে নিয়ে যাওয়ার পর থানায় অভিযোগ দেওয়ায় তাকে বিয়ে করেছে। পুলিশ ছেলেকে আটক করার পর এলাকার দালাল দু’জন এসে ভয়ভীতি দেখিয়ে অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। পুলিশ জানায় , অপহিতা মেয়েকে ঢাকায় নিয়ে বিয়ে করে তারা চাঁদপুরে আসার পর তাদের আটক করা হয়েছে। মেয়ের বয়স কম হওয়ায় বিয়ে বৈধ হয়নি। তারা উভয়পক্ষ সমঝোতা না হলে তাদেরকে ভ্রাম্যমান আদালতে সাজা করানো হবে।