মিজানুর রহমান রানা
চাঁদপুর নৌ টার্মিনালে আল বোরাক লঞ্চটির বিকট আওয়াজে চাঁদপুর-ঢাকাগামী যাত্রীরা আতঙ্কে অসহায় হয়ে পড়ে।
জানা যায়, লঞ্চটি প্রতিদিন সকাল সাড়ে নয়টায় ঢাকা ছেড়ে যাবার কথা থাকলেও সকাল ৮ টা ৫০ মিনিটে লঞ্চঘাটে এসে যাত্রীদের তোলার জন্য বিকট শব্দে হর্ন দিতে থাকে। ফলে মহিলা ও শিশু যাত্রীরা লঞ্চের এই বিকট শব্দে অনেক সময় অজ্ঞান হয়ে পড়ে। গত দু’দিন আগে এমনই এক যাত্রীর সাথে আসা একটি শিশু লঞ্চের বিকট শব্দে অজ্ঞান হয়ে পড়ে।
লঞ্চ যাত্রীরা জানান, কোনো লঞ্চ বা স্টিমার ঘাটে এসে এমন বিকটভাবে শব্দ করে হর্ন দিতে দেখা না গেলেও আল বোরাক এই জঘন্য কাজটি করে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে। সাধারণ যাত্রীরা এ ব্যাপারে বোরাক লঞ্চ কর্তৃপকে অবহিত করলেও এ ব্যাপারে লঞ্চ কর্তৃপ কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি এবং বিষয় আমলই দেয়নি। বরং তারা বেপরোয়াভাবে প্রতিদিনই এমন কাজ করে থাকে।
এ ব্যাপারে চাঁদপুর নৌ টার্মিনালের দায়িত্বরত টিআই মোঃ জাহাঙ্গীর আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এ ব্যাপারে দায়িত্বরত অপর টিআই নিয়াজ মাহমুদের সাথে আলাপ করার জন্যে তিনি বলেন। তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে টিআই নিয়াজ মাহমুদের সাথে আমার কথা কাটাকাটিও হয়েছে। এ ব্যাপারে তিনি ঊর্ধ্বতন কর্তৃপকে জানিয়েছেন। আশা করছি অচিরেই এ ব্যাপােের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম:
বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।