রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুরে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েরছে। সোমবার চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়। আগামী ৩১ মার্চ চাঁদপুরের ১৮টি ইউনিয়নে প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীদের মাঝে বরাদ্দ উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করে। প্রার্থীরা সমর্থকদের সাথে নিয়ে প্রতীক নিয়ে আনন্দ মিছিল করেন।