চাঁদপুর সংবাদদাতা:
চাঁদপুরে আন্ত:জেলা ইয়াবা চক্রের সদস্য মো: শাহআলম(২২)কে রেলওয়ে পুলিশ পঞ্চাশ পিচ ইযাবাসহ আটক করেছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় তাকে শহরের বড় স্টেশন ফ্লাটফর্ম এলাকা থেকে রেলওয়ে থানার অফিসার্স ইনচার্জ মো: উছমান গনি পাঠানের নিদ্দের্শে এস আই মো:দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ আটক করতে সক্ষম হয়। সে কুমিল্লা –চাঁদপুরের মধ্যে চলাচলকারী ড্যামো ট্রেন থেকে নেমে পালানোর সময় পুলিশ তাকে দৌড়ে গিয়ে আটক করে। যার মূল্য অনুমান ২৫হাজার টাকা। বিকেলে তাকে আদালতে পাঠালে আদালত জামিননা মঞ্জুর করে জেলা কারোগারে পাঠিয়ে দেয়। আটক কালে পুলিশ তার শরীর তল্লাশী করে পকেটে থাকা ৫০ পিচ ইয়াবা উদ্বার করে। সে শহরের যমুনা রোডর মৃত কামাল গাজীর ছেলে এবং সে বড় স্টেশন যমুনা রোডের মাদক সম্রাজ্ঞী রোকেয়া বেগম ওরফে রুকির এক মাত্র সন্তান। তার বিরুদ্বে দেশের বিভিন্ন থানায় ৯ টি মামলা রয়েছে বলে শাহআলম জানান। এ ব্যাপারে রেলওয়ে থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২,তাং ৪-৭-১৭। ধারা ১৯৯০ সালের মাদকদ্রব্য নিযন্ত্রন আইন (সংশোধনী/০৪) এর ১৯(১) টেবিল ৯(খ) ধারার অপরাধ করিযাছে। এ ব্যাপারে রেলওয়ে থানার অফিসার্স ইনচার্জ মো: উছমান গনি পাঠান জানান,তার সাথে জড়িত অন্যদেরকে আটকের চেস্টা চলছে। আটক শাহআলমের বিরুদ্বে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে বলে সে জানিয়েছে। তাকে রেলওয়ে থানায় এ পূর্বে আটক করে কোটে পাঠানো হয়ে ছিল। এ ছাড়া রেলওয়ে থানার এ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকব্।ে মাদকের সাথে কোন আপোষ করা হবে না। মাদকের ব্যাপারে ০(শূন্য ) টলারেন্স।