রফিকুল ইসলাম বাবু ॥ চাঁদপুর একহাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে শহরের কাচাকলোনী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মিজানুর রহমান ও মোহাম্মদ রাসেল।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দীন জানান, আটককৃতরা কক্সবাজারের উখিয়া থেকে চাঁদপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। মডেল থানার টহল দল শহরের কাঁচাকলোনী এলাকায় তাদের সন্দেহ করে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশী করে। এসময় তাদের কাছে ১ হাজার ৫পিচ ইয়াবা জব্দ করা হয়। আটক মিজান ও রাসেলের স্বীকারোক্তিতে তারা রোহিঙ্গা বলে নিশ্চিত হওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে কোর্টে চালান দেয়া হয়েছে বলে জানান ওসি।