শওকতআলী ॥ চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের সেনের দীঘির পাড় এলাকায় কীটনাশক পান করে খাদিজা আক্তার (১১) নামের পঞ্চম শ্রেনীর ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) রাতে ওই এলাকার গাজী বাড়ীতে এ ঘটনা ঘটে। খাদিজা গাজী বাড়ীর মো. নাছির গাজীর কন্যা এবং স্থানীয় তরপুরচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী ছিলেন।
স্কুল ছাত্রীর ভাই ফয়সাল গাজী জানান, খাদিজার কিছুটা মানসিক সমস্যাও ছিলো। দুপুরে বিদ্যালয়ের বিরতির সময় বাড়ীতে চলে আসে। তার নিজ কক্ষে গিয়ে কোন এক সময় ঘরে থাকা ইদুর মারার ঔষধ (কীটনাশক) পান করে। যন্ত্রণায় চটপট করলে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নুরে আলম মজুমদার জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন বলেছে সে কীটনাশক পান করেছে। চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো স্পষ্ট নয়। ময়না তদন্ত শেষে আইনী ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।