স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুর শহরের প্রফেসাড় পাড়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী ইটালী মাঝি (২০) কে ইযাবাসহ আটক করেছে ডিবি পুলিশ। আজ বুধবার সন্ধ্যা ৭ টায় ডিবির এএসআই আহসানুজ্জামান লাভু সঙ্গীয় ফোর্স নিয়ে মাঝি বাড়িতে অভিযান চালিয়ে ইটালীকে ২৬ পিছ ইয়াবা সহ আটক করে। ডিবি পুলিশ জানায়,দীর্ঘদিন যাবত মাঝি বাড়ির মালেক মাঝির ছেলে ইটালী মাঝি ইয়াবা বিক্রি করে আসছে। এর পূর্বে ডিবি পুলিশ ও মডেল থানা পুলিশ বেশ কয়েকবার তাকে ইয়াবা সহ আটক করে। সে জেল থেকে বের হয়ে এসে পুনরায় এলাকায় ইয়াবা স্বর্গরাজ্য গড়ে তুলে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা সহ তাকে হাতেনাতে আটক করে। তার বিরদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকাবাসী জানায়, মাঝিবাড়ির পিছনের বিলে ও প্রফেসার পাড়ার মোল্লা বাড়ি রোডে দেদারছে চলছে মাদক বিক্রির রমরমা ব্যবসা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই এলাকাগুলোতে শহরের সব মাদকসেবীদের মিলনমেলায় পরিনত হয়। বিভিন্ন এলাকা থেকে মাদক সেবিরা এসে ইয়াবা, পিন্সিডিল ও গাজা সহ বিভিন্ন মাদক বিক্রি করছে। প্রশাসনের নজরদারী না থাকা দীর্ঘদিন যাবৎ তারা এই বিলটিকে মাদকের আস্তানা হিসেবে গড়ে তুলেছে। এছাড়া শহরের প্রফেসার পাড়ার মোল্লা বাড়ির রোডে এখন নতুন ঘাটি গড়েছে মাদক বিক্রেতারা। একটি সূত্রে যানায় প্রফেসর পাড়া হাজী করিম খানের কলোনীর গেইটে, মোল্লা বাড়ি রোডে ও স্বর্ণখোল নতুন বাস টার্মিনালের পিছনের বিলে দাড়িয়ে মাদক বিক্রেতারা দেদারছে মাদক বিক্রি করে। তারা পুলিশের ধরাছোয়ার বাইরে থেকে অঞ্জাত খুটির জোড়ে মাদক বিক্রি করে আঙ্গুল ফুলে কলা বনে গেছে। অবশেষে ডিবি পুলিশ ইটালী মাঝিকে আটক করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।