চাঁদপুর : সড়ক দুর্ঘটনা হ্রাস এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুরে ২দিনব্যাপী গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ মঙ্গলবার চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বিআরটিএ সদর কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমান মৃধা (উপ-সচিব)।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূরুলাহ নুরীর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী দিনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক শাহিদুর রহমান চৌধুরী প্রমুখ। সিএনজি মালিক সমিতির কর্মকর্তা মোহাম্মদ আলী মজুমদারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ চাঁদপুর সার্কেলের সহকারী পরিচালক মো. ফারহানুল ইসলাম। এছাড়াও কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সোহেল শামীম, জেলা তথ্য অফিসার এইচ.এম সাদেকুর রহমানসহ বিভিন্নি প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, শ্রমিক প্রতিনিধিরা এবং অর্ধশতাধিক প্রশিক্ষনার্থী। কর্মশালায় সড়ক নিরাপত্তা বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী ও এ বিষয় পর্যালোচনা করা হয়।
কর্মশালার পূর্বে বিআরটিএ চাঁদপুর জেলার নতুন কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি বিআরটিএ সদর কার্যালয়ের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান মৃধা (উপ-সচিব)।
শিরোনাম:
শুক্রবার , ৪ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।