মিজানুর রহমান॥ চাঁদপুর ৯ম চতুরঙ্গ ইলিশ উৎসব ২০১৭ এর পঞ্চম দিনে ইলিশ বিষয়ক মুক্ত ভাবনা,আলোকচিত্র,ছড়া ও কবিতা প্রতিযোগিতা,আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর সোমবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৭টায় ইলিশ বিষয়ক আলোচনা সভায় টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও চাঁদপুর হাইমচর আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সুজিত রায় নন্দী। তিনি তার বক্তব্যে বলেন, মিয়ানমারে যে ভাবে মানুষ হত্যা ও নির্যাতনের স্বিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আজকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার পাশে দাঁড়িছেন। তার নির্দেশে আমরা রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ দিতে টানা কয়েকটি দিন কক্সবাজারের উখিয়া টেকনাফে অবস্থান করছি। তাই আমি অনুষ্ঠানে উপস্থিত না হতে পেরে দুঃখ প্রকাশ করছি। ইলিশ উসৎব চাঁদপুরবাসীর জন্য একটি আনন্দের এবং গর্ব করার উৎসব। চাঁদপুরের জনগণ একত্রিত হয়ে জাটকা এবং মা ইলিশের অভিযান সফল করায় আমরা এর সুফল পাচ্ছি।বর্তমান সরকারের সঠিক প্রদক্ষেপের কারনে আজকে দেশে ইলিশের উঃপাদন বেড়েছে। দেশ ও জাতির স্বার্থ্যে ইলিশের ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে।আমরা চতুরঙ্গের ইলিশ উৎসবের সাথে সব সময় আছি। জেলে ভাইদের আরো সচেতন করতে হবে। জেলেদের সরকারের পক্ষ থেকে জেলেদের জন্য প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে। জেলেদের সহযোগিতার পরিমান আরো বৃদ্ধি করা হবে।তিনি বলেন, আজকে ইলিশ উৎসবের মাঝে চাঁদপুরে ইলিশের ছড়াছড়ি। চতুরঙ্গের এই ইলিশ উৎসব একদিন চাঁদপুরের ব্র্যান্ড উৎসবে পরিনত হবে।
চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মহসীন পাঠানের সভাপ্রধানে ও মহাসচিব হারুন আল রশীদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ ওয়ালী উল্লাহ ,জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, সংগীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত, শিক্ষক সত্য চক্রবর্তী, মৎস্যজীবী নেতা মানিক দেওয়ান ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল। আলোচনা শেষে ইলিশ বিষয়ক আলোকচিত্র, ছড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান অ্যাড. বিনয় ভুষণ মজুমদার, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহ, বিশিষ্ট লেখক পীযূষ রায় চৌধুরী, মৎস্যজীবী নেতা তছলিম বেপারী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ শরিফ, যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর মিয়াজী, আওয়ামীলীগ নেতা সুজন সরকার প্রমুখ। ইলিশ উৎসবে অংশগ্রহণকারী সকল সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।
বিকেল সাড়ে ৫টায় ইলিশ বিষয়ক মুক্ত ভাবনা দিয়ে শুরু হয় এদিনের কর্মসূচি। চতুরঙ্গের মহাসচিব ও এ ইলিশ উঃসবের রুপকার হারুন আল রশীদের সভাপ্রধানে ইলিশ বিষয়ক মুক্ত ভাবনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, বিশিষ্ট লেখক পীযূষ রায় চৌধুরী, দৈনিক মতলবের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ, শুভ্র রক্ষিত, রফিকুজ্জামান রনি, মাইনুল ইসলাম মানিক। সন্ধ্যা সাড়ে ৬টায় মাহফুজ কাদরীর পরিচালনায় মতলবের নৃত্যাঞ্জলি সাংস্কৃতিক সংগঠন মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। এতে নৃত্য পরিবেশন করেন মাফরুহা জাহান,লাবন্য, সিনথিয়া,মেঘলা,শান্তনা,অর্পিত পুষ্পিতা, প্রগতি প্রমুখ।