মিজানুর রহমান রানা
ঢাকায় চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরের চিকিৎসকদের কর্মবিরতি পালন ও মানব বন্ধন সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত কর্মবিরতি চলাকালে চাঁদপুর সদর হাসপাতালের সামনে মানব বন্ধন করে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চাঁদপুর জেলা শাখা এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর চিকিৎসকগণ। মানব বন্ধনে বক্তব্য রাখেন স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, বিএমএ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. হারুনুর রশিদ সাগর, সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন নবী মাসুম, ডা. মো. ইলিয়াছ।
এ সময় উপস্থিত ছিলেন স্বাচিপ সভাপতি ডা. এম এ হুদা, সাধারণ সম্পাদক ডা. দেলোয়ার হোসেন, ডা. মোবারক হোসেন, ডা. ফাতেমা বেগম, ডা. মনোজ কান্তি মজুমদার, ডা. ফয়সাল মাহমুদ, ডা. সফিউল্যাহ মামুন, ডা. অনিক পোদ্দার, ডা. সফিকুর রহমান টিপু, ডা. শরীফ আহমেদ, ডা. মনিরুজ্জামান, ডা. বেলায়েত হোসেন, ডা. মো. ফয়সাল, ডা. মো. নোমান হোসেন, ডা. আবদুল আজিজ মিয়া, ডা. মাহফুজা প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, আমরা ডাক্তাররা সেবক হিসেবে জনগণের সেবা করে থাকি। দেশের মানুষের সাথে থেকে তাদের সর্বোচ্চ সেবা করে যেতে চাই। স্বার্থান্বেষী মহল দেশের স্বাস্থ্যসেবার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে পার্শ্ববর্তী একটি দেশের দালাল হয়ে। আমরা ডাক্তাররা যত সমস্যাই থাকুক না কেনো সমাজের সর্বস্তরের মানুষের সেবা করে থাকি। সুতরাং প্রতিবন্ধকতার সৃষ্টি না করে আমাদের সেবার পরিবেশ নিশ্চিত করতে হবে। যারা ঢাকায় চিকিৎসকদের ওপর হামলা করে তাদেরকে আহত করেছে তাদেরকে আইনের আওতায় এনে এর সুষ্ঠু বিচার করতে হবে। অন্যথায় আমরা আরো তীব্র আন্দোলন গড়ে তুলবো। কর্মবিরতি পালনকালে আমরা মানবিক বিবেচনায় এবং রোগীদের স্বার্থে চিকিৎসাসেবা বন্ধ না করে তা উন্মুক্ত রেখেছি।
উল্লেখ্য, গত রোববার ঢাকা মেডিকেল সংলগ্ন চানখারপুল এলাকায় ডিউটিরত অবস্থায় সোহাগ হোটেলে ৬ জন ইন্টার্নী চিকিৎসক রাতের খাবার খেয়ে ফেরার পথে সন্ত্রাসী কর্তৃক হামলার শিকার হন। এতে দু’জন ডাক্তারের হাত-পা ভেঙ্গে যায়। এ ঘটনার পরদিন রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবনে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের বিএমএ মহাসচিব ইকবাল আর্সালান। আজ ১৫ মে সকল বিশেষজ্ঞ চিকিৎসকের প্রাইভেট চেম্বারে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে।
শিরোনাম:
শুক্রবার , ২০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।