চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে চোর সন্দেহে মোস্তফা গাজী (৩৫) কে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।
রবিবার (৮ নভেম্বর) দিন গত রাত আনুমানিক ৩টার দিকে ইউনিয়নের সেনগাঁও গ্রামের পাটওয়ারী বাড়ীতে এই ঘটনা ঘটে।
মোস্তফা গাজী পাশ্বর্বতী শাহমাহমুদপুর ইউনিয়নের কেতুঁয়া গ্রামের গাজী বাড়ীর ইসমাইল গাজীর ছেলে।
সেনগাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য কামাল জানান, রাত ৩টার দিকে ওই বাড়ি ডাক চিৎকার শুনা যায়। সকালে লোকজন বাড়ীর উত্তর পাশে যুবকের লাশ দেখতে পায়। রাতে মোস্তফা ওই বাড়ীতে প্রবেশ করলে গরু চোর সন্দেহে ওই বাড়ীর ফয়সাল, মো. কাদির, ইমাম হোসেন, শাহজাহানসহ ৮/১০জন মিলে তাকে লাঠিসোটা দিয়ে বেদম মারধর করে এবং পানিতে নামিয়ে নির্যাতন করে। এতে ঘটনাস্থলেই মোস্তফার মৃত্যু হয়। পরে তার মৃতদেহ বাড়ীর রাস্তার পাশে রেখে তারা পালিয়ে যায়।
আশিকাটি ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান জানান, সকাল ১০টায় সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। চাঁদপুর মডেল থানায় বিষয়টি জানানো হয়েছে। লাশ রাস্তায় পড়ে আছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, ঘটনার সংবাদ পেয়ে উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমারকে লাশ উদ্ধারের জন্য পাঠানো হয়েছে। আমি নিজেও বিষয়টি ঘটনাস্থল থেকে খোঁজ খবর নিয়ে আইনী ব্যবস্থা গ্রহণ করবো।