রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর শহরের ৫নং কয়লাঘাট এলাকায় মাদকাসক্ত ছেলে কতৃক দা ও ইট দিয়ে আঘাত করে মা জাহেদা বেগম (৫০) কে হত্যা করেছে। মঙ্গলবার রাতে এ ঘটনাটি ঘটেছে । চাঁদপুর মডেল থানা পুলিশ হত্যাকারী মাদকাসক্ত শরিফুলকে আটক করেছে।
স্থানীয় সুত্রে জানাযায়, হত্যাকারী শরিফুল প্রতিদিনের ন্যায় মাদক সেবন করা অবস্থায় সন্ধ্যায় বাসায় ফিরে। এ সময় সে তার মা জাহেদা বেগমের কাছে পূণরায় মাদক সেবনের জন্য ২০০ টাকা দাবি করলে তার মা সে টাকা দিতে অপারগতা জানায়। এতে করে মায়ের সাথে শরিফুল তুমুল বাক বিতন্ডা শুরু করে। এক পর্যায়ে শরিফুল ঘরের দরজা বন্ধ করে, ঘরে থাকা দা ও ইট দিয়ে তার মায়ের শরীরে একাধিক আঘাত করে মাকে রক্তাক্ত করে মাটিতে ফেলে দেয়। খবর পেয়ে আশেপাশের লোকজন গুরুতর আহত জাহেদাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জাহেদাকে মৃত বলে ঘোষনা করে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালিউল্লাহ অলি, তদন্ত ওসি মাহাবুবুর রহমান মোল্লা, ইন্সপেক্টর (সিপিআই) জনাব মোঃ হারুনুর রশিদ, এস আই অনুপ চক্রবর্তি, এসআই ত্রিনাথ সাহা ও পুলিশ সদস্যগণ হাসপাতালে ছুটে যান। পরবর্তিতে মাকে হত্যাকারী মাদকাসক্ত ঘাতক শরিফুলকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। এ বিষয়ে স্থাণীয় সুত্রে আরো জানাযায়, চাঁদপুর শহরের ৫নং কয়লাঘাট এলাকায় দীর্ঘদিন মাদক বিক্রি ও সেবনের রামরাজত্ব গড়ে তুলেছিলো নিহত জাহেদার পুরো পরিবার। জাহেদার বড় মেয়ে লাকির বিরুদ্ধে মাদক বিক্রির দায়ে চাঁদপুর মডেল থানায় একাধিক মাদক মামলঅ রয়েছে। গত কিছুদিন পুর্বৈ জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম ্এর নেতৃত্বে নিয়মিত মাদক বিরোধী অভিযান চলাকালে কয়লাঘাট ঐলাকার লোকজন মাদক স¤্রাজ্ঞি লাকিকে আটক করে থানায় প্রেরন করে। এলাকাবাসী জানায় লাকি ও তার ভাই শরিফুল এমনকি তাদের মা নিজেও এ মাদকের সাথে জড়িত ছিল্।ো তাছাড়া নিহত জাহেদার আরো ২ ছেলে আরিফ ও সোহাগও মাদকের সাথে সম্পৃক্ত রয়েছে। এ পরিবারটি ৫নং কয়লাঘাট এলাকায় দীর্ঘদিন যুব সমাজের মধ্যে মাদক বিক্রি করে আসছিলো। অবশেষে মাদকের টাকার জন্য তারা মাকে পর্যন্ত খুন করেছে। এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালিউল্লাহ অলি জানান, আমরা প্রাথমিকভাবে জেনেছি মাদকাসক্ত ছেলে শরিফুল তার মায়ের সাথে মাদক নিয়ে বাক বিতন্ডার জের ধরে ঘরে থাকা ইট ও দা দিয়ে আঘাত করে তার মাকে হত্যা করেছে। এ বিষয়ে নিহতের স্বজনদের মাধ্যমে হত্যা মামলার প্রস্তুতি চলছে।