মিজানুর রহমান রানা
“গরীবের মামলার ভার বহন করে সরকার” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে এ বছর চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। সোমবার সকাল ৮ টায় জাতীয় আইনগত সহায়তা প্রধান সংস্থা ও জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ও পৌরসভার সহযোগিতায় শহরের ইলিশ চত্ত্বর থেকে র্যালি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে জেলা আইনজীবী ভবনে এসে শেষ হয়। পরে আইনজীবী সমিতির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র জেলা দায়রা জজ ও আইনগত সহায়তা কমিটির সভাপতি মোঃ মফিজুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, ২৮ এপ্রিল বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য একটি ঐতিহাসিক দিন। গণ০প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার জাতায় আইনগত সহায়তা প্রদান আইন- ২০০০ প্রদান করেন। ২০১৩ সালে মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ন্যায় বিচার বঞ্চিত অসহায় দরিদ্র ও নিঃস্ব জনগণের অধিকার আদায়ের জন্য এ আইন বাস্তবায়নে ২৮ এপ্রিলকে জাতীয় আইনগত সহায়তা দিবস হিসেবে উদযাপনের জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। তিনি আরো বলেন, সমাজ তথা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হলো মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা। সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় আইন সহায়তার কোনো বিকল্প নেই। একটি আধুনিক কল্যাণ রাষ্ট্রের অন্যতম সমাজের দরিদ্র, নিপীড়িত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত বিধান করা। এ কারণে আইন সহায়তা ও মৌলিক অধিকার একটি অপরটির পরিপূরক। মানুষের সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে একমাত্র আইন আদালতের মাধ্যমে মানুষ তার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। মানুষের দরিদ্রতা কিংবা অর্থের অভাবে কেউ যদি তার বৈধ অধিকার প্রতিষ্ঠা করতে না পারে তাহলে ঐ মানুষটির সব মৌলিক অধিকারগুলো ভঙ্গুর হয়ে যায়। তাই তাদের মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দেয়ার জন্য এ আইনগত সহায়তা। আইন মানুষে মানুষে কখনো ভেদাভেদ করে না। এ পর্যন্ত চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটি করায় ১৫শ’ জনগণকে এ সেবা দিয়েছে। এ সেবায় জেলা, উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির প্রতিটি সদস্য ও বিজ্ঞ প্যানেল আইনজীবীবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. কামরুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী জজ মুনতাসির আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জজ (নারী ও শিশু) রমণী রঞ্জন চাকমা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিলীপ কুমার ভৌমিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ আলম সিদ্দিক, সদর সার্কেল সৈকত শাহীন, নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, সাবেক সভাপতি অ্যাড. ইকবাল বিন বাশার, অ্যাড. জহিরুল ইসলাম, অ্যাড. আহসান হাবীব, সাধারণ সম্পাদক অ্যাড. রুহুল আমিন, অ্যাড. কামাল উদ্দিন আহম্মেদ, অ্যাড. সহিদুল্লাহ পাটওয়ারী, পিপি. অ্যাড. আমান উল্লাহ, চাঁদপুর ল’ কলেজের অধ্য অ্যাড. ফজলুল হক সরকার, পিপি নারী ও শিশু অ্যাড. হাবীবুর রহমান তালুকদার, চাঁদপুর প্রেস কাবের সাবেক সভাপতি শাহ মো. মাকসুদুল আলম, চাঁদপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. মুনীরা চৌধুরী, প্যানেল আইনজীবী অ্যাড. জয়নাল আবেদীন, জাহাঙ্গীর আলম, জাতীয় আইনগত সহায়তা গ্রহণকারী তাসলিমা আক্তার প্রমুখ। বক্তারা বলেন, চাঁদপুর জেলা লিগ্যাল এইড একটি শক্তিশালী কমিটি। আমাদেরকে সামাজিক কাঠামো তৈরি করতে হবে। আমাদের দেশ দরিদ্র, তাই এ দেশে সকলকে এগিয়ে আসতে হবে। দু’একজন এগিয়ে আসলে দেশের উন্নতি করা সম্ভব নয়। যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। কেউ মামলাবাজ না হলেও মামলায় পড়তে হয়। যার কারণ ঐ লোকের তি করার জন্য তার প্রতিবেশি মামলা করেন। একটু একটু করে আমাদেরকে যার যার অবস্থান থেকে দেশ ও সমাজের উন্নয়নে এগিয়ে আসতে হবে। আসুন আমরা জনসংখ্যা সীমিত করি, দেশে উন্নয়নে অংশ নেই, দুর্নীতিমুক্ত সমাজ গড়ি। আইনজীবীরা আপনারা আপনাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন, লক্ষ্য রাখবেন গরিব দুঃখী ও অসহায় লোকজন যাতে হয়রান না হয়। সকলে সকলের প্রতি একটু আন্তরিকতা হলে এই আইনগত সহায়তা সফলতা সম্ভব।
স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলওয়াত করেন চিফ জুডিশিয়াল বেঞ্চ সহকারী মোঃ ওমর ফারুক। গীতা পাঠ করেন অ্যাড. লক্ষী রাণী। আলোচনা সভা শেষে এ বছরের শ্রেষ্ঠ আইনজীবীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন অতিথিবৃন্দ। দুপুরে জেলা লিগ্যাল এইড অফিসের কাইন্ট আইনজীবী যৌথ সভা অনুষ্ঠিত হয়।
শিরোনাম:
রবিবার , ৩ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৯ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।