মিজানুর রহমান ॥
মা ইলিশ রক্ষা অভিযানের গত তিনদিনে চাঁদপুর জেলা ও উপজেলা টাস্কফোর্স মেঘনা নদী হতে দুটি ইঞ্জিন চালিত নৌকা, কারেন্টজাল ও তিন জেলেকে আটক করেছে। আটক তিন জেলেকে ৩ অক্টোবর দুইমাসের কারাদ- দিয়ে কারাগারে পাঠিয়েছে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার পরিচালিত ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্ত জেলেরা হলো মামুন মিয়া(২৮),দাদন মিয়া(৪০) ও মহসীন (২০)। এদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার কালীরচর।
জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান জানান, ইলিশের প্রধান মওসুম রক্ষায় চাঁদপুর জেলার পদ্মা মেঘনা নৌ সীমানায় জেলা ও উপজেলা টাস্কফোর্সের টহল অভিযান অব্যাহত রেখেছেন। এ পর্যন্ত ১৭ টি মৎস্য আড়ৎ,৯টি মৎস্য অবতারন কেন্দ্র,৪টি মাছঘাট ও ৫টি বাজার পরিদর্শন করা হয়েছে। জব্দ করা হয় দুটি মাছ ধরার নৌকা ও ০.০৬ লক্ষ মিটার কারেন্টজাল।৪টি অভিযান ও ৩টি মোবাইলকোর্ট পরিচারনা করে আটক তিন জেলেকে সাজা দেয়া হয়।
এদিকে চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার জানান, মোহনপুর নৌ ফাঁড়ি পুলিশ ২ অক্টোবর মেঘনা নদীতে অভিযান চালিয়ে মাছ ধরার একটি কাঠের নৌকাসহ তিন জেলেকে অটক করতে সক্ষম হয়েছে।এসময় তাদের কাছ থেকে ১হাজার মিটার কারেন্টজালও জব্দ করা হয়।এছাড়া লক্ষিপুরের রামগতি এলাকায় দেড় হাজার মিটার কারেন্টজাল উদ্ধার করে নৌ পুলিশ।