রফিকুল ইসলাম বাবু॥
সারাদেশের ন্যায় চাঁদপুরেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবছর জেলা ৩৭টি কেন্দ্রে ৩৪ হাজার ৬শ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষার প্রথমদিনে সকাল সাড়ে ১০টায় মাতৃপীঠ সরাকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হাসান আলী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, লেডী প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয় ও গণি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরির্দর্শন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল ও পুলিশ সুপার শামছুন্নাহার। এসময় উপস্থিত ছিলেন মাতৃপীঠ সরাকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা ও হাসান আলী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুর রফিক।