রফিকুর ইসলাম বাবু ।
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি এমপি’র উদ্যোগে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চাঁদপুর ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল পূর্বে ডাঃ দীপু মনি এমপি বলেন, মাহে রমজান পবিত্র কুরআন নাজিলের মাস। তাই এ মাসটি মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাস। দুযোর্গপূর্ণ আবহাওয়া অতিক্রম করে সকলে ইফতার মাহফিলে আশায় আমি সকলের কাছে কৃতজ্ঞ। বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চান্দ্রা সামাদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আ. ন.ম মহিবুল্লাহ। এ সময় জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামছুন্নাহার পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মোহাম্মদ শাহাদাৎ হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, জেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যাপিকা মাসূদা নূর খান, ফরিদগঞ্জ পৌর মেয়র মাহফুজুল হক, জেলা ছাত্রলীগের সাবেক অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা ছাত্রলীগের সভাপতি আতাইর রহমান পারভেজ, সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।