প্রতিনিধি =
চাঁদপুরের হাজীগঞ্জ-কচুয়া ও মতলব দক্ষিণের আতঙ্ক ডাকাত সর্দার শমসের আলী ওরফে শংসু (৩৯)। বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতিকালে জনতা আটক করে পুলিশের হাতে সোর্পদ করেছে।
থনা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চুরি-ডাকাতি ও ছিনতাইসহ বহু অপকর্মের হোতা এই ডাকাত সর্দার শংসু। বৃহস্পতিবার দিবাগত রাতে মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর গ্রামের ব্যাটেলিয়ান কমান্ডার মো: রফিকুল ইসলামের গৃহে ডাকাতির চেষ্টাকালে আটক হয়।
গৃহকর্তা রফিকুল ইসলাম বলেন, তার স্ত্রী শামীমা বেগম ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
মতলব দক্ষিণ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দ্বিপক চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে স্থানীয় গ্রামবাসীর রোশানল থেকে ডাকাত সর্দার শমসের আলীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এদিকে আজ শুক্রবার উত্তেজিত এলাকাবাসী ডাকাত শংসুর ফাঁসির দাবীতে রাস্তায় দু’পাশে গাছ ফেলে কাশিমপুর- বলাখাল সড়কে প্রায় ৩ ঘন্টা অবরোধ করে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম জানান, আটককৃত শমসের আলীর বিরুদ্ধে থানায় কয়েকটি মামলা রয়েছে।