স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুরে মাদক মওজুদের অপরাধে সিরাজ মিয়া (৪৮) ও আমির হোসেন (৪৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) দুপুর ১টায় চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মামুনুর রশিদ এই রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত সিরাজ জেলার কচুয়া উপজেলার আমুজান গ্রামের হামিদ আলীর ছেলে এবং আমির হোসেন একই এলাকার মৃত আলী আজগরের ছেলে।
মামলার বিবরণ থেকে জানাযায়, ২০০৭ সালের ২৭ জুলাই দুপুরে সিরাজ মিয়ার বসত ঘর থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খোলা ২০ বোতল ফেন্সিডিল, ঘরের মধ্যে লুকিয়ে রাখান ১ বস্তায় ১৫০, আরেক বস্তায় ৯৮ বোতল এবং বাড়ির পাশ্ববর্তী ডোবা থেকে ১৩০ বোতলসহ মোট ৩শ’ ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এই ঘটনায় কচুয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম বাদী হয়ে কচুয়া থানায় দন্ডপ্রাপ্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন (মামলা নং-৭)। ওই মামলা তাদেরকে আটক করে আদালতে সোপর্দ করেন।
রাষ্টপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি সাইয়্যেদুল ইসলাম বাবু জানান, মামলাটি দীর্ঘদিন চলমনা থাকার পর সন্দাহাতিতভাবে স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) এর ৩ (ক) ধারায় উভয় আসামীকে পৃথকভাবে যাবজ্জীবন কারাদন্ড এবং ২লক্ষ টাকা জরিমানা করেন। জরিমানা টাকা ৪৫ দিনের মধ্যে আদালতে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।
সহকারী আইনজীবী ছিলেন এপিপি দেবাশীষকর মধু। আসামী পক্ষের আইনজীবী ছিলেন মো. কামরুল ইসলাম।