চাঁদপুর প্রতিনিধি ॥ সারা বিশে^ বাংলাভাষার সবচেয়ে বড় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর.কম এর অষ্টম বর্ষপূর্তি কেক কাটা ও র্যালীর মাধ্যমে উদযাপন করা হয়েছে চাঁদপুরে। রোববার (১ জুলাই) সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের (নীচ তলায়) কমিউনিটি সেন্টারে ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মুহাম্মদ মাসুদ আলমের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। দৈনিক ইত্তেফাক ও বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্যাহ ওলি।
আমন্ত্রিত অতিথি হিসেবে জাতীয় গণমাধ্যমের জেলা প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের মির্জা জাকির, প্রথম আলোর আলম পলাশ, বাংলাদেশ প্রতিদিনের নেয়ামত হোসেন, বিজয়টিভির সোহেল রুশদী, আলোকিত বাংলাদেশের শওকত আলী, চ্যানেল টোয়েন্টিফোর ও বিডি নিউজের এর আল-ইমরান শোভন, একাত্তর টিভি ও পরিবর্তন.কম এর কাদের পলাশ, ডিবিসি নিউজের তালহা জুবায়ের, নিউজটোয়েন্টিফোরের খোকন কর্মকার, দৈনিক জনতার মো. মিজানুর রহমান, আমাদের অর্থনীতির মিজান লিটন, স্বাধীন সংবাদের বিপ্লব সরকার, দৈনিক মাতৃছায়ার শিহাবুদ্দিন সেলিম, বাংলাদেশ খবরের মহিউদ্দিন আল-আজাদ। সবশেষে অতিথিদের অংশগ্রহনে প্রেসক্লাব সম্মুখে একটি র্যালী বের হয়।