রফিকুল ইসলাম বাবু।
চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের নারী ও শিশু সহায়তা সেলে অসহায় নারীদের বিচার পাওয়ার সুবিধার্থে পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এ সেলটি তার কার্যালয়ের নিচ তলায় স্থাপন করেন। এ সেলে ৫জন পুলিশ নারী কর্মকর্তা দায়িত্ব ও কর্তব্য পালন করছে। ২১ মে পুলিশ সুপার কার্যালয়ে নারী ও শিশু সহায়তা সেলে অসহায় হত দরিদ্র আসমা আক্তার নামে এক নারী বিচার প্রার্থী হয়ে আসেন। সাংবাদিক নামধারী প্রতারক মোঃ মাসুদুর রহমান আসমা আক্তারের কাছ থেকে অফিস খরচ বাবদ ২ হাজার ২ শ’ টাকা প্রতারণার মাধ্যমে নিয়ে যায়। ভুক্তভোগী আসমা আক্তার বিষয়টি পুলিশ সুপার শামসুন্নাহারকে অবগত করেন। পুলিশ সুপারের নির্দেশে প্রতারক সাংবাদিক পরিচয় দানকারী মাসুদুর রহমানকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ আসমা আক্তারের কাছ থেকে টাকা প্রতারণা করে নিয়েছে বলে স্বীকার করে। পুলিশ সুপার কার্যালয় সূত্রে ও নারী ও শিশু সহায়তা সেল, পুলিশ সুপারের কার্যালয়, চাঁদপুরের সেবা গ্রহণের জন্য কোন অর্থের প্রয়োজন হয় না। যদি কেহ অর্থ দাবী করে থাকে তবে অনতিবিলম্বে অর্থ দাবীকারীর বিষয়ে উর্দ্ধতন পুলিশ অফিসারসহ পুলিশ সুপার চাঁদপুর’কে অবগত করার জন্য অনুরোধ করা হয়।