বাংলাদেশ মহিলা পরিষদের চাঁদপুর শাখার উদ্যোগে সাংগঠনিক মাস ২০১৫ উদ্যাপন উপলক্ষে পাড়া কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় পুরাণবাজার পশ্চিম জাফরাবাদ সিরাজ খানের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় জাফরাবাদ পাড়া কমিটির সভানেত্রী ফাতেমা সুলতানা মনির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভানেত্রী তহুরা বেগম, সাধারণ সম্পাদক নীলা মজুমদার, সাংগঠনিক সম্পাদক কাজল চক্রবর্তী, লিগ্যাল এইড সম্পাদক রওশনআরা আক্তার, সহ-সম্পাদক কৃষ্ণা সাহা, সদস্যরা হলেন ঃ সাজেদা বেগম, শিখা চক্রবর্তী, রীতা চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন জাফরাবাদ কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় মহিলা পরিষদের নেত্রীরা পাড়া কমিটির সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক তুলে ধরেন। নির্যাতিত নারীদের সমস্যা সমাধান ও তাদের আইনী সহযোগিতা করতে মহিলা পরিষদের সদস্যরা কাজ করবে। এছাড়া পুরুষ দ্বারা নির্যাতিত মহিলাদের সহযোগিতা ও বাল্যবিবাহ বন্ধের জন্য সবাইকে সচেতন করতে উদ্বুদ্ধকরণসহ বিভিন্ন সামাজিক মাধ্যম তুলে ধরেন।
শিরোনাম:
সোমবার , ২৯ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।