মিজানুর রহমান রানা
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী পৃথক অভিযানে পুরাণবাজারের মাদক সম্রাজ্ঞী সাজেদা বেগম সহ দু’জনকে আটক করা হয়েছে।
জানা যায়, গতকাল শনিৃবার সকাল ১০টায় চাঁদপুর শহরের পুরাণবাজার মধ্যশ্রীরামদী এলাকার বউ বাজারের মাদক সম্রাজ্ঞী সাজেদা বেগম (৩৫) কে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর তার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে গাঁজাসহ আটক করেছে। সাজেদা বেগম ও তার স্বামী শুক্কুর আলী খান (গাজা শুক্কুর) দীর্ঘ বছর ধরে এই মদকের ব্যবসা করে আসছিল। প্রথমে শুক্কুর আলী খান পুরাণ বাজার মাছ বাজার এলাকায় একটি টং দোকানের ভিতর ব্যবসা করে প্রকাশ্যে গাঁজা বিক্রি করত। ওই ব্যবসার মাধ্যমে তারা ৩টি বাড়ি তৈরী করেছে। শুক্কুর আলী খান অসুস্থ হয়ে পড়লে ১০/১৫ বছর ধরে সাজেদা খান নিজেই এই মাদকের ব্যবসা চালিয়ে আসছে। যতবারই তাকে পুরান বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা আটক করেছে ততবারই এলাকার কতিপয় ব্যাক্তিরা তাকে ছাড়িয়ে নিয়ে গেছে। দীর্ঘ প্রায় ৮/১০ বছর পূর্বে সাজেদা বেগম গর্ভবতী অবস্থায় মাদকসহ আটক হয়ে বেশ কিছুদিন হাজত বাস করেছে। দীর্ঘদিন পর গতকাল ১৩ সেপ্টেম্বর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জয়নাল আবেদীন নিজস্ব কর্মী বাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে সকালে বৌ-বাজারে অভিযান চালায়। এসময় সাজেদা বেগমের ঘর থেকে ৪০ পুরিয়া গাঁজাসহ তাকে আটক করে । নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীবুল ইসলাম খান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক সাজেদা বেগমকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠিয়েছে। অপরদিকে শুক্রবার রাতে নাজির পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবা সহ সবুজ নামের এক যুবককে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক সবুজ শহরের প্রফেসরপাড়া এলাকা বাদশা মাঝির পুত্র। তার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করা হয়েছে।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।