নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেলে মেলা মঞ্চে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সাংসদ ডাঃ দীপু মনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, মেলার সাবেক আহবায়ক অ্যাড. বিণয় ভূষণ মজুমদার, মুক্তিযোদ্ধা অজিত কুমার সাহা, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন বাবর, পুরাণ বাজার বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ দেলোয়ার আহমেদ, সদর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরশ্বাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী প্রমূখ।
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে। জেলার সকল উপজেলা ও জেলা সদরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো মেলায় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ও বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। এছাড়াও প্রতিদিনি জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা মুক্তিযোদ্ধাগণ মেলা মঞ্চে স্মৃতি চারণ করবেন।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।