রফিকুল ইসলাম বাবু ॥
নিষেধাজ্ঞা সত্ত্বেও চাঁদপুরে মেঘনা নদীর বিভিন্ন স্থানে জাটকা শিকারের অপরাধে কোষ্টগার্ড ৫৯ জেলেকে আটক করেছে। মঙ্গলবার ভোরে মেঘনা নদীর হরিণা, বহরিয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলেদের কাছ থেকে দুই লাখ মিটার কারেন্ট জালও জব্দ করা হয়। আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান ও জরিমানা করেছে। জব্দকৃত জাল ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়েছে।