শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুরে মেঘনা নদীতে জাটকা নিধনকালে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ-পুলিশের যৌথ অভিযানে ২৯ জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালত। এসময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৮০ কেজি জাটকা জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টা থেকে রাত ১২ টা পর্যন্ত মেঘনা নদীর হরিনা, বহরিয়া, দোকানঘর,চরভৈরবী, আলুবাজার ,কটাখাঁলি,লর্গœী মারার চর এলাকায় এ অভিযান চালায় হয়। অভিযনের নেতৃত্ব দেয় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামাল মোঃ রাশেদ। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শওকত কবির চৌধুরী, সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ ফিরোজ আহাম্মেদ ও নৌ পুলিশের এএসআই ফারুক, জসিমসহ সঙ্গীয় ফোর্স। আটক জেলেদের শুক্রবার ভোর রাতে নৌ পুলিশ ফাড়িতে ভ্রাম্যমান আদালত বসিয়ে ২৫ জনকে ২ হাজার টাকা করে, ৩ জনকে ১৫শ টাকা করে ও ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ছেরে দেওয়া হয়।