চাঁদপুর মোটর সাইকেল ছিনতাই চেষ্টা মামলায় দু’জনকে ২ বছরের সশ্রম কারাদ- ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে চাঁদপুর দ্রুত বিচার আদালত।মঙ্গলবার বিকেলে চাঁদপুর দ্রুত বিচার আদালতে মামলাটির রায় প্রদান করেছেন বিচারক মাশরুর সালেকীন।
সাজাপ্রাপ্ত আসামীরা হচ্ছেন ফরিদগঞ্জ কাছিয়াড়া গ্রামের শামসুদ্দিনের ছেলে মো. আরিফ হেসেন, পেয়ার আহমেদের ছেলে মো, ফারুক হোসেন ও মামলার বাদী ছিলেন ফরিদগঞ্জ উপজেলা চরকুমিরা গ্রামের মো. ফয়সাল হোসেন।সরকার পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি রেজা পাহ্লভী মজিদ শেলী জানান, মো. ফয়সাল হোসেন গত বছরের ১৪ সেপ্টেম্বর আসামী আরিফ ও ফারুক গ্রাম ফরিদগঞ্জ উপজেলার কাছিয়াড়া দিয়ে যাওয়া পথে দাসপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে রাত সাড়ে ১২টার দিকে যাওয়ার পথে গতিরোধ করে এবং মোটর সাইকেলটি ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয় এসে আরিফ ও ফারুককে ধরে গণপিটুনি দিয়ে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এদিকে রায় প্রদানের পূর্বে আসামী ফারুক হাজিরা দিয়ে পালিয়ে যায় এবং আরিফকে কারাগারে প্রেরণ করেন। পূর্বে দুইজন আসামী জামিনে ছিলেন।পরে আসামীদের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা হয়। যার নং-জি আর ২২৮/২০১৪।মামলাটিতে আসামীপক্ষে ছিলেন আইনজীবী ছিলেন অ্যাড. পরান।