শওকত আলী।
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদী গ্রামে মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে মুকবুল হোসেন পাটওয়ারী (২৫) নামে যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৫ ফেব্রুয়ারী) রাত ৮টায় ওই গ্রামের পাটওয়ারী বাড়ীতে এই ঘটনা ঘটে।নিহত মুকবুল পাটওয়ারী বাড়ীর মো. ইউনুছ পাটওয়ারীর ছেলে। সে পেশায় ফার্নিসার মিস্ত্রি। ঢাকা একটি ফার্নিসারের দোকানে কাজ করতো।
নিহতের বড় ভাই হোসেন পাটওয়ারী জানান, নিজ ঘরের সুইচ বোর্ডে মোবাইল চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পষ্ট হয়ে গুরুতর আহত হয়। উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গোলাম রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার পূর্বেই মুকবুলের মৃত্যু হয়েছে।