শওকত আলী
‘যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম : অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠক বৃহস্পতিবার চাঁদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আমির জাফর।
গোলটেবিল বৈঠকে জানানো হয়, বিশ্বে প্রতিবছর ৮.৭ মিলিয়নের বেশি লোক যক্ষ্মারোগে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে প্রতিবছর ১.৪ মিলিয়ন লোক যক্ষ্মায় মারা যায়। ২২টি দেশে বিশ্বের মোট যক্ষ্মা রোগির ৮০ ভাগ বাস করে। মোট যক্ষ্মা রোগির ৪০ ভাগ দক্ষিণ-পূর্ব এশিযা অঞ্চলে বাস করে।
বাংলাদেশে গতবছর জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির মাধ্যমে ১ লাখ ৯০ হাজার ৬শ’ ৩৫ জন যক্ষ্মা রোগি সনাক্ত হয়। চাঁদপুর এ পর্যন্ত ১ হাজার ৯শ’ ২১ জন যক্ষ্মা রোগি সনাক্ত করা হয়েছে।
সিভিল সার্জন রথিন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে গোলটেবিল বৈটকে বিভিন্ন পেশা ও শ্রেণীর কর্মকর্তারা অংশ নেয়।
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য বিভাগ, ব্র্যাক ও চাঁদপুর প্রেসক্লাব যৌথভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
শিরোনাম:
রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।