চাঁদপুর সংবাদদাতা॥ চাঁদপুরে রেল পথের যাত্রীদের জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ জন্য রেলপথে ব্যাপক পাহাড়ার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রেলওয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছেন। এ ছাড়া চাঁদপুর হতে গতকাল বৃহস্পতিবার বাস-ট্রেন-লঞ্চ যথাযথ সময় অনুযায়ী চলাচল করেছে। তবে সকল যানবাহন চলাচল করলেও -যাত্রী উপস্থিতি ছিল অত্যান্ত কম বলে জানিয়েছে,সংশ্লিস্ট কর্তৃপক্ষ। চাঁদপুর রেলওয়ে স্টেশন,বাসটামিনাল ও নৌ-টামিনালের সকল কর্তৃপক্ষের সাথে আলাপ কালে জানা যায়,বিগত দিনের মত গতকাল সকল যানবাহন সঠিক সময়ে গন্তব্যের উদ্দের্শে যাত্রা করে চাঁদপুর থেকে ছেড়ে গেছে। খালেদা জিয়ার ৫ বছর কারাদন্ড দেওয়াকে কেন্দ্র করে যাত্রীরা ভয়ে ও আতংকে বুধবার থেকে তাদের নিজ নিজ এলাকা থেকে গন্তব্যে যেতে মনে আনন্দ,উৎসাহ পাচিছলনা এবং ভয়ের মধ্যে থাকায় তারা বাড়ি-ঘর থেকে যাত্রা করা থেকে বিরত রয়েছে। এতে করে যানবাহন চলাচল করলেও যাত্রী উপস্থিতি একেবারেই কম বলে জানান সকল যানবাহনের কর্তৃপক্ষ। অপর দিকে খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে গতকাল বুধবার থেকে বিএনপির ও জামায়েতের সন্ত্রাস, নৈরাজ্য সৃস্টি ও রেলপথে অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে এ লক্ষ্যে সাবধতা অবলম্বন করে দেশের সকল স্থানের ন্যায় চাঁদপুর-লাকসাম রেলপথে দিন রাত ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে চাঁদপুর নৌ-বন্দরের উপ-পরিচালক মো: মোস্তাফিজুর রহমান জানান,চাঁদপুর থেকে সকল যানবাহন সঠিক সময়ে চলাচল করছে। তবে যাত্রী উপস্থিতি অনেক কম।
এ ব্যাপারে চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো: সোরোয়ার আলম জানান,রেলওয়ের পক্ষ থেকে রেলপথে ব্যাপক নিরাপত্তার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ের বিভিন্ন লোকবল নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এ ছাড়া বর্তমান সময় বিশেষ ব্যবস্থা হিসেবে রেলওয়ে পুলিশ নিরাপত্তার জন্য নিয়োজিত রয়েছে।