ফাহিম শাহরিন কৌশিক
লাকসাম থেকে আসা লোকাল ট্রেন চাঁদপুরের মিশন রোড বঙ্গবন্ধু সড়ক এলাকায় ট্রেনের মালবাহী ১টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। অল্পের জন্য রক্ষা পেলো বড় ধরণের দুর্ঘটনা। ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়ায় মেঘনা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। লাকসাম থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ চালাচ্ছে। ট্রেনে থাকা যাত্রীরা জানায়, লাকসাম থেকে লোকাল ট্রেনটি ছেড়ে এসে বঙ্গবন্ধু সড়কের হাজী বাড়ির সামনে আসলে পিছনের মালবাহি বগীটি লাইনচ্যুত হয়ে হ্য্চাড়াতে থাকে। ট্রেনের মাস্টার ৪০-৪৫ কিলোমিটার বেগে চালানোর কারণে এ দুর্ঘটনাটি ঘটে। মূলতঃ লাইন খারাপ হওয়ার কারণে ৩০ কিলোমিটার বেগে ট্রেন চালানোর কথা থাকলেও দ্রুত গতিতে ট্রেন চালিয়েছে। দুর্ঘটনায় পতিত হওয়ার মাস্টার অনেকক্ষন পর বুঝতে পেরে ট্রেনের ইঞ্জিল বন্ধ করে দেয়। এ সময় পিছনের একটি বগি উল্টে গিয়ে রাস্তার পাশে পড়ে যায়। দুর্ঘটনায় যাত্রী না থাকায় কেউ আহত হয়নি। ট্রেনের মাস্টার আব্দুল খালেক জানায়, ১৭৪ ডাউন ট্রেনটি ৬টা ১৫ মিনিটে যাত্রী নিয়ে রওয়ানা হওয়ার পথে বিভিন্ন স্টেশনে যাত্রীরা নেমে যায়। ঘটনাস্থলে আসার পর পরই লাইন খারাপ হওয়ার কারণে একটি বগি লাইনচ্যুত হয়। বিষয়টি বুঝতে পেরে ট্রেনের ইঞ্জিন সাথে সাথে বন্ধ করে দেয়ায় বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। ট্রেন পরিচালক সালেহ আহমেদ জানায়, মূলত ঃ চাঁদপুর-লাকসামের লাইন খারাপ থাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় ট্রেনে মাত্র ৪ থেকে ৫ জন যাত্রী ছিলো। বাকীরা পথেই বিভিন্ন স্টেশনে নেমে যায়। ঘটনার পরপরই উদ্ধারকারী রিলিফ ট্রেন আনার জন্য লাকসাম সিএমএস মোহাম্মদ আলী, চট্টগ্রাম ডিভিশনাল কন্ট্রোলার মোঃ কাশেম ও চাঁদপুরের কর্মকর্তাদের জানানো হয়েছে। লাকসাম থেকে এস.এস.এ.ই/ওয়ে লিয়াকত আলী চৌধুরী উদ্ধারকারী রিলিফ ট্রেন নিয়ে ঘটনার পর পর এসে কাজ শুরু করে। ট্রেনের পিছনের মালবাহী বগিতে কোনো মাল না থাকায়, বড় ধরণের সমস্যা হয়নি। চাঁদপুরে লাইনের কাজ শেষ হওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। চট্টগ্রাম থেকে আসা মেঘনা এক্সপ্রেস হাজীগঞ্জে অবস্থান করছে। যাত্রীরা সেখান থেকে সড়ক পথে চাঁদপুরে আসায় চরম দুর্ভোগের শিকারে পড়তে হয়েছে। ট্রেন দুর্ঘটনার খবর শুনে শ’ শ’ মানুষ ঘটনাস্থলে গিয়ে দেখার জন্য ভীড় জমায়। খবর পেয়ে মডেল থানার পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেঘনা এক্সপ্রেস চাঁদপুর থেকে না যাওয়ার কারণে লঞ্চ ও রকেটের যাত্রীরা চট্টগ্রাম না যেতে পেরে চরম দুর্ভোগে পড়ে।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।