শওকত আলী ॥
চাঁদপুরে প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার ৩০ নভেম্বর থেকে ১ ও ২ ডিসেম্বর পর্যন্ত ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত হচেছ আঞ্চলিক ইজতেমা। তাবলিগের মুরুবিদের সাথে আলোচনা করে জানা যায়, এ ইজতেমার উদের্শ হচেছ,এ ইজতেমায় অংশ গ্রহনকরা লক্ষ-লক্ষ মানুষের ঈমান ও আমল কি ভাবে মজবুত হয় তার প্রচেষ্ঠার জন্য এ বিশ^ ইজতেমার আয়োজন করা হয়েছে। এখানে বৃহস্পতিবার ফজর নামাজের পর থেকে দিন-দুনিয়া ও আখরাত সর্ম্পকে বিভিন্ন বয়ান করছেন ঢাকা কাকরাইলের তাবলিক জামাতের মুরুবিরা। এখানে চাঁদপুর জেলা ছাড়া ও বিভিন্ন জেলা থেকে লক্ষ-লক্ষ ধর্মপ্রান মুসলমানরা এসে সমবেত হচেছন। চাঁদপুর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীর পাড়ে প্রায় ৫০ শতাংশ বিশাল জায়গার উপর এ আঞ্চলীক বিশ^ ইজতেমার কার্যক্রম চলছে। সেখানে লক্ষ-লক্ষ ধর্মপ্রান মুসলমান শুধু আল্লাহু-আল্লাহু- আল্লাহু ধবনিতে মুখরিত করে তুলছে।
ইজতেমার পুরো জিম্মাদারের দায়িত্বে রয়েছেন,মাওলানা মো: আবদুল রশিদ তালুকদার,মাঠের জিম্মাদারে দায়িত্বে রয়েছেন,মো: আরিফ উল্লাহ হাজীও মাঠে তাৎক্ষনিক সমস্যা সমাধানের দায়িত্বে রয়েছেন,হযরত মাও: হাফেজ মুফতি মো: সিরাজুল ইসলাম।
চাঁদপুর শহরের পুরাণ বাজার এমদাদিয়া মাদরাসা সংলগ্ন মেঘনা নদীর পাড়ে চাঁদপুর ইজতেমা শুরু হবে। ৩০ নভেম্বর বাদ ফজর থেকে ঢাকা কাকরাইলে তাবলিগের মুরব্বিরা এ বয়ান অংশগ্রহণ করে বয়ান পরিচালনা করছেন। প্রতিদিন ফজর, যোহর, আছর ও মাগরিব বাদ মানুষের ঈমান ও আমল কি ভাবে মজবুত করা যায় সে প্রচেষ্ঠায় বয়ান করা হচেছ। ২ ডিসেম্বর শনিবার সকাল ১১ টার মধ্যে আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে। ৩ দিনব্যাপী এই আঞ্চলিক ইজতেমায় প্রায় ৫-লাখ মুসল্লির সমাগমর হবে বলে আশা করছেন আয়োজকরা।
এ ইজতেমায় আগত মুসল্লিদের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থায় তাবলিগের নিজস্ব সহস্বাধিক সাথীদের পাশাপাশি সরকারের পক্ষ থেকে নিরাপত্তার দায়িত্বে থাকছেন র্যাব, পুলিশ, ডিবি, ডিএসবি ও এসএসএফ এর প্রায় ৪ শতাধিক নিরাপত্তা সদস্য ইজতেমা মাঠে নিয়মিত থেকে এ ইজতেমা সম্পন্ন করবেন বলে জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে।
চাঁদপুরের মতো এ বছর দেশের ৩২টি জেলায় আলাদাভাবে জেলাভিত্তিক ইজতেমার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি জেলায় ইজতেমা সম্পন্নও হয়েছে।
চাঁদপুরে প্রথমবারের মতো ইজতেমার আয়োজন করায় জেলার ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
এ ইজতেমায় স্বেচ্ছায় নির্মাণ কাজে অংশ নিয়েছে জেলার সর্বস্তরের শতশত মুসল্লীগণ। ইজতেমাকে ঘিরে ইতিমধ্যে সকল আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইজতেমা কমিটির দায়িত্বে থাকা কর্মকর্তা মাওলানা আব্দুর রশিদ তালুকদার, হাজী মো: আরিফুল্লাহ ও মুফতি হাফেজ মাও: মো: সিরাজুল ইসলাম।
টঙ্গীর বিশ্ব ইজতেমায় লোকসমাগম কমাতে বেশ কয়েক বছর ধরে বিভিন্ন জেলায় আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় তাবলিগের মুরব্বিদের তত্ত্বাবধানে চাঁদপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচেছ চাঁদপুর জেলা বিশ্ব ইজতেমা। ইজতেমায় মুসল্লিদের থাকার জন্য প্যান্ডেল নির্মাণে স্বেচ্ছায় কাজ সম্পন্ন করেছেন প্রায় সহ¯্রাধিক ধর্মপ্রাণ মুসলমানগণ। এ ছাড়া বিদেশী মেহমানদের থাকার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ইতিমধ্যে ইজতেমার সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। মানুষ ময়দানে আসা শুরু করেছে। এ কাজে জেলার বিভিন্ন পেশার লোকজন প্যান্ডেল নির্মাণের কাজে সহায়তা করেছেন। পাশাপাশি বিভিন্ন উপজেলার কলেজ, স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরাও প্যান্ডেলের কাজে এগিয়ে আসে। আমন্ত্রিত বিদেশী অতিথিদের থাকার জন্য আলাদা প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। এ ছাড়া আগত মুসল্লিদের অজু, গোসল ও পর্যাপ্ত টয়লেট তৈরী করা হয়েছে।
ইজতেমায় চাঁদপুরের ৮ উপজেলাসহ আশেপাশের জেলার তাবলিগের যে কমিটি রয়েছে তারা ও অংশগ্রহন করবেন বলে চাঁদপুরে দায়িত্বে থাকা কর্মকতারা জানান।
শিরোনাম:
সোমবার , ১৫ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ , ৩১ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।