প্রতিনিধি ॥ চাঁদপুরে সম্পত্তি ক্রয় করে দেবার নামে অসহায় এক ব্যত্তির কাছ থেকে টাকা নিয়ে প্রতারনা করে প্রতারক তার নিজের নামে সেই সম্পত্তি ক্রয় করে নেওয়ার অভিযোগ উঠেছে। এই প্রতারনার ঘটনা জানতে পেরে প্রতিবাদ করায়
প্রতারক মফিজ রারি ও তার দুই ছেলের হামলায় প্রতারনার শিকার ওসমান গনি(৪০) গুরুত্তর আহত হয়ে বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই ঘটনায় আহতের পরিবার বাদি হয়ে চাঁদপুর মডেল থানায় ৪ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগের প্রেক্ষিতে পুরানবাজার পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম ঘটনা তদন্ত করেন।
জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নের রামদাসদি দোকানঘর এলাকার মৃত আবুল খায়েরের ছেলে ওসমান গনিকে সেই এলাকায় ৪ কড়া সম্পত্তি ক্রয় করে দেবার নামে তার মামা মফিজ রারি প্রায় লক্ষাধীক টাকা নেয়। মফিজ রারি প্রতারনা করে দেড় কড়া সম্পত্তি ওসমান গনির নামে ও বাকি আড়াই কড়া তার নিজের নামে ক্রয় করে।
এর পরেও মফিজ রারি আধা কড়া সম্পত্তি ক্রয় করে দেবার নামে আরো টাকা নিয়ে নিজেই আত্বস্বাত করে। এই ঘটনা জানতে পেরে ওসমান গনি প্রতিবাদ করলে তার সাথে দন্দ সৃষ্টি হয়।
ঘটনারদিন শুক্রবার বিকেলে ওসমান গনি তার সেই দেড় কড়া সম্পত্তিতে সিমানা দিতে গেলে প্রতারক মফিজ রারি(৪০) তার দুই ছেলে শামিম(২০) ও শাকিল(১৮) দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ওসমান গনিকে আহত করে।
ঘটনার পরেই স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করায়।
ঘটনার পরেই আহতের পরিবার চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে।
শিরোনাম:
শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।