চাঁদপুরে সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শহর ও শহরতলী বিভিন্ন স্থানে মোটা অংকের উৎকোচের বিনিময় অবৈধভাবে রাইজার বা রাইজার ছাড়া গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার গভীর রাতে শহরের কুমিল্লা রোডে চাঁদপুর গ্যাস অফিসের কর্তৃপক্ষের উপস্থিতি ছাড়া গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে কুমিল্লা রোড পৌর নিউ মার্কেটের সামনে চাঁদপুর গ্যাস অফিসের বিনা অনুমতিতে ও তাদের উপস্থিতি না রেখে গ্যাস সংযোগ দেওয়া হয়। জনৈক কিশোর কুমার কে। এ সময় সচেতন এলাকাবাসী চাঁদপুর মডেল থানাকে অবহিত করে। তাৎক্ষনিক মডেল থানার এ এস আই আওলাদ সংঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসে। এসে দেখতে পান গ্যাস কন্টেকটর আব্দুল মান্নান, শংঙ্কর, দুই জন শ্রমিক মোঃ সাইফুল ও সোহেল রাস্তা খুড়ে গর্ত করে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার প্রস্তুতি নেয়। এ সময় পুলিশ দেখে গ্যাস পাইপ জ¦ালাই করা ব্যক্তি পালিয়ে যায়। পাশে কাজের সরঞ্জামসহ সিএনজি স্কুটার নং চাঁদপুর-থ-১১-৩৬৫৯ থামিয়ে রাখা হয়েছে। স্কুটারে এক যুবক শুয়ে রয়েছে। তার নাম হেদায়েত। তার সাথে যোগাযোগ করলে সে জানায়, ওয়েল্ডিং করার সময় বৈদ্যুতিক সর্ট লেগে সে আহত হয়। মডেল থানার এ এস আই আওলাদ কন্টেক্টরের নিকট প্রয়োজনীয় কাগজ পত্র দেখতে চাইলে, প্রথমে মান্নান পুলিশ কে ফাকি দিয়ে পালাবার চেষ্টা করে। পরে পুলিশি হস্তক্ষেপে মান্নান একটি কাগজ দেখায় চাঁদপুর পৌরসভার রোড কাটিংয়ের অনুমতির। সেই কাগজটিতে ইউনিক বুক হাউজের মালিক কিশোর কুমারের ছবি লাগানো। তবে পুলিশ কে সংযোগের অনুমতি ও ব্যাংকে গ্যাসের ডিমান্ড নোটের জমা কোন কাগজ পত্র দেখাতে পারে নি। পরে মডেল থানার পুলিশ কে মোবাইল ফোনের মাধ্যমে শাসক দলীয় ছাত্র নেতার সাথে কথা বলার জন্য মোবাইল সেটটি পুলিশের কাছে দেওয়া হয়। ঐ নেতার কথা বলে পুলিশ অবৈধ সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন না করে, ঘটনাস্থল থেকে কাজ বন্ধ না করে চলে যেতে বাধ্য হন। এ ব্যাপারে এ এস আই আওলাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, কাগজ পত্র আছে। প্রয়োজনে পরে দেখানো হবে।
যেভাবে তাড়াহুড়ো করে সংযোগ দেওয়া হয়েছে, এতে রাস্তা দিয়ে ভারী যানবাহন যাওয়ার সময় গ্যাস পাইপ ফেটে বড় ধরণের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বিরাজমান। খবর নিয়ে জানা গেছে, পৌরসভার রোড কাটিংয়ের অনুমতি দিয়েছে রাস্তার উত্তর দিক থেকে এবং মোটা গ্যাস পাইপ থেকে সংযোগ নেওয়ার জন্য। ঠিকাদার সে অনুমতি না মেনে রাস্তার অপর পাশ দক্ষিণ দিকের চিকন পাইপ থেকে সংযোগ নিয়েছে। চাঁদপুর বাখরাবাদ গ্যাস অফিসের নাম প্রকাশে অনিশ্চুক এক কর্মকর্তা জানান, যে কোন গ্যাস সংযোগ দেওয়ার সময় গ্যাস অফিসের সুপার ভাইজার ও গ্যাস অফিসের সরঞ্জামসহ গাড়ি উপস্থিত থাকবে।
এ বিষয়ে চাঁদপুর গ্যাস অফিসের ম্যানেজারের সাথে মুঠোফোনে যোগাযোগ করার জন্যে চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।