প্রতিনিধি : স্ত্রীর করা মামলায় গ্রেফতার হয়েছেন জেলার শাহরাস্তি উপজেলার মেহের রেলস্টেশন মাস্টার গোলাম মোস্তফা।
শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) সরওয়ার জানান, বৃহস্পতিবার রেলস্টেশন মাস্টার গোলাম মোস্তফার স্ত্রী লায়লা ইয়াসমিন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় গোলাম মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে।
সরওয়ার জানান, এর আগে যৌতুকবিরোধী আইনের ৪ ধারায় গোলাম মোস্তফার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।