রফিকুল ইসলাম বাবু।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবসের ৪৬তম বার্ষিকী। প্রথম প্রহরে ভোর ৫ টা ৫৭ মিনিটে অঙ্গীকার পাদদেশে শ্রদ্ধা জানানো হয়েছে । এসময় ২১ বার তপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয় । এর পর একে একে চাঁদপুর জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ বিভাগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, নৌ পুলিশ, পৌরসভা এবং প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করে । সকালে জেলা স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল ও পুলিশ সুপার শামসুন্নাহার। পরে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ শারীরিক কসরত প্রদর্শন করে। চাঁদপুরের এই শিশু-কিশোর সমাবেশে মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন স্তরের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।