
চাঁদপুর সদর উপজেলা প্রশাসন উদ্যোগে অসহায়, দুস্থ ও কর্মহীন ২শ’ পরিবাবরের মাঝে “মাননীয় প্রধানমন্ত্রীর উপহার” ১০ (দশ) কেজি হারে চাল (ত্রান) বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) দুপুর দেড়টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক দুরত্ব বজায় রেখে এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/