চাঁদপুরে স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের অপরাধে ২ বখাটে যুবককে ৩বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যল। বুধবার দুপুরে ট্রাইবুন্যালের বিচারক রমনী রঞ্জন চাকমা এই রায় দেন। সাজাপ্রাপ্ত আসামীরা হচ্ছে চাঁদপুর শহরে উত্তর শ্রীরামদী ই¯্রাফিল শেখের ছেলে মিঠু শেখ (২৩) ও কোড়ালিয়া এলাকার আতর মোল্লার ছেলে তাজমীরা (২৫)।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারী শনিবার সকাল সাড়ে ৯টায় উত্তর শ্রীরামদী নিশি বিল্ডিং এলাকায় মো. আবুল কালামের স্কুল পড়–য়া মেয়ে আহলাম আক্তার (১৪) কে কাপড় ও চুলে ধরে টানা হেচড়া করে উল্লেখিত ২ বখাটে। তারা যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে তাকে টেনে নিয়ে যৌননিপীড়ন করেন। তারা পূর্বে বহুবার মেয়েটিকে উত্ত্যেক্ত করে।
এ বিষয়ে আহলামের পিতা আবুল কালাম বাদী হয়ে গত ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারী নারী ও শিশু আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/০৩) এর ১০ ধারায় আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের সন্দেহাতিত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে ট্রাইবুন্যালের বিচারক প্রত্যেক আসামীকে ৩বছরের সশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন স্পেশাল পিপি অ্যাড. হাবিবুল ইসলাম তালকুদার ও সহযোগী ছিলেন এপিপি জসিম উদ্দিন ভুঁইয়া।