প্রতিনিধি : শহরে তিন মাদক ব্যবসায়ীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর সোমবার দুপুর ১টায় এ কারাদণ্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলো- সজল (৩০), উজ্জ্বল (৩২) ও শাহদাত হোসেন (২২)। তাদের সবার বাড়ি চাঁদপুর শহরের পুরান বাজারে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ সাজা প্রদান করা হয়।’
তারা দীর্ঘদিন ধরে শহরের পুরান বাজার এলাকায় বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করছে বলে জানায় পুলিশ।