প্রতিনিধি ॥
চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ৬লক্ষ, ২৪ হাজার ৮শ’ বর্গমিটার অবৈধ কারেন্টজাল জব্দ করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১০টা থেকে আড়াই পর্যন্ত মেঘনা মোহনায় কোস্টগার্ডের টহল দল অভিযান চালিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এমভি কর্ণফুলী-২, এমভি বনবন-৭, এমভি স¤্রাট-২ লঞ্চ থেকে এসব কারেন্টজাল জব্দ করা হয়।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শহরের ডাকাতিয়া নদীর পাড়ে কোস্টগার্ড জেটিতে মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইসলামের উপস্থিতিতে এসব কারেন্টজাল আগুনে পুড়িয়ে দেয়া হয়।
কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেঃ নুরুজ্জামান শেখ জানান, জব্দকৃত কারেন্টজালের আনুমানিক মূল্য ১ কোটি ২৪লক্ষ টাকা। নৌ-পথে নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।