স্টাফ রিপোর্টার: ॥ চাঁদপুর শহরে মূল্য তালিকা না থাকায় এবং বাজারে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার অপরাধে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ৯হাজার ৫শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের সবচেয়ে বড় কাঁচা মালের আড়ৎ পালবাজারে এসব প্রতিষ্ঠানকে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫২/৩৮ ধারায় জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ মো. সাদিদ ও উম্মে হাবিবা মীরা।
জেলা মার্কেটিং অফিসার এম.রেজাউল করিম বলেন, মূল্য তালিকা না থাকায় এবং পন্যের মূল্য বৃদ্ধি করে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার অপরাধে পালবাজারের কাঁচা মালের আড়ৎ সোহাগ ট্রেডার্সকে ১হাজার, আনোয়ার ট্রেডার্সকে ১হাজার মাসুদ ট্রেডার্সকে ১হাজার ৫শ টাকা, মৃধা টেডার্সকে ১হাজার ৫শ’ সালামত স্টোরকে ৩ হাজার ও জসিম উদ্দিনের মুরগীর দোকানকে ১হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট পরবর্তী সময়ের জন্য এসব ব্যবসায়ীদের সতর্ক করে দেন।
নির্বাহী ম্যাজেস্ট্রট শেখ আব্দুল্লাহ মো. সাদিদ জানান, পুরো রমজান মাসে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের ভ্রাম্যমান আদালত চলমান থাকবে।