শওকত আলী,
চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ ও হাজীগঞ্জে পৃথক অভিযানে পুলিশ ৮ জুয়ারীকে আটক করেছে। আটককৃত ৪জনকে ২শটাকা করে জরিমানা ও ৪জনকে ৭দিনের করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। চাঁদপুরের ফরিদগঞ্জের কড়ইতলী জনৈক আবুল কালামের বসতঘরে শনিবার রাতে টাকার বিনিময়ে জুয়া খেলারত বোরহান(২৪), সোহেল(২২), আবুল কালাম(২৫) ও আলমগীর(২৭)কে আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ। রোববার দুপুরে ভ্রাম্যমান আদালতে তাদের প্রত্যেকে ২’শ টাকা করে জরিমানা করে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ডাঃ শহিদ হোসেন চৌধুরী।
ফরিদগঞ্জ থানাসূত্রে জানাযায়, অফিসার ইনচার্জ মোঃ শাহ আলমের নেতৃতে রাতভর সারাশি অভিযান কালে কড়ইতলী জনৈক আবুল কালামের বসতঘর থেকে ৪ জুয়ারীকে আটক করা হয়। দুপুরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমান করা হয়।
অপর দিকে,হাজীগঞ্জে ৪ জুয়াড়ীকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার বিকেলে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার। এর আগে একই দিন দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ পৌর হকার্স মার্কেটের মহসিনের কাপড়ের দোকানের ভিতর থেকে এদেরকে আটক করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের উত্তর রায়চোঁ গ্রামের মোঃ আবু তাহেরের ছেলে মহসিন মিয়া (৩০), ৫নং সদর ইউনিয়নের কাজিরগাঁও কাপানীবাড়ির মৃত বিনয় মজুমদারের ছেলে রতন মজুমদার (৪২), শাহরাস্তি উপজেলার বানিচোঁ গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত হোসেন আহম্মদ পাটোয়ারীর ছেলে জসিম উদ্দিন (৩০) ও দোপল্লা তালুকদার বাড়ির মৃত আবদুল মান্নান মিয়ার ছেলে আবুল হাসেম (২৫)।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলা অবস্থায় আলাদাভাবে ৪ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় ৭ দিনের বিনাশ্রমকারাদন্ড প্রদান করা হয়।