স্টাফ রিপোর্টারঃ
অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে চাঁদপুর অনলাইন সাংবাদিক এসোসিয়েশন এর এক বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট্য কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাত ৮টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের এলিট চাইনিজ রেস্টুরেন্টে এ কমিটি গঠন করা হয়।
উপস্থিত সম্মানিত সদস্যদের সম্মতিক্রমে ঢাকা টাইমস২৪.কম এর চাঁদপুর প্রতিনিধি শওকত আলী সভাপতি ও চাঁদপুরনিউজ.কম এর বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন চাঁদপুরনিউজ.কম এর সম্পাদক ডাঃ জামান পলাশ। অন্যান্য কার্যকরী সদস্যরা হলেন, সহ সভাপতি আইএনএননিউজ২৪বিডি.কম এর ব্যবস্থাপনা সম্পাদক আলহাজ্বফারুক আহমেদ কাকন, গুপ্তচরডট কম এর সম্পাদক রবিউল আলম লেলিন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রাইমনিউজ২৪.কম এর চাঁদপুর প্রতিনিধি মিজান লিটন,আইএনএননিউজ২৪বিডি.কম সম্পাদক ফাহিম শাহরিয়ার কৌশিক, সাংগঠনিক সম্পাদক চাঁদপুর নিউজ এর স্টাফ রিপোর্টার শেখ আল মামুন, কোষধ্যক্ষ মানিক দাস, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, ক্রীড়া সম্পাদক এম আর ইসলাম বাবু, প্রচার সম্পাদক এস এম সোহেল, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইদ হোসেন অপু। এছাড়া কার্যকরীসদস্য নির্বাচিত হয়েছেন, মুনওয়ার কানন, মিজানুর রহমান, কাদের পলাশ, চৌধুরীইয়াছিন ইকরাম, শাওন পাটওয়ারী, বিপ্লব সরকার, কামরুজ্জামান টুটুল ও মনিরুজ্জামানবাবলু। সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম মিয়াজী, আশিক বিন রহিম, তালহা জুবায়ের, সজিব খান, মাসুদ, সিরাতুল রেদোয়ান,মো. সাইফুল আলম, মাহতাব উদ্দিন, মো. হোসেন আলী, মো. নূরে আলম পাটওয়ারী
প্রমুখ।