শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর আদালত প্রাঙ্গনে বাদী পক্ষের উপর হামলার ঘটনায় বিবাদী পক্ষের ৩জনকে আটক করেছে কোর্ট পুলিশ।
বুধবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গনে এই ঘটনা ঘটে।
আটকরা হচ্ছে: ফরিদগঞ্জ উপজেলার গোয়াল বাউর এলাকার মুন্সী বাড়ীর মুকবুল হেসেনের ছেলে বিল্লাল হোসেন (৩০) ও রাজু হোসেন (২৫) এবং একই বাড়ীর ওহাব মুন্সীর ছেলে টেলু মুন্সি (৫০)।
হামলার শিকার টেলু মুন্সীর মেয়ে পারুল বেগম জানান, তার পিতার সাথে মুকবুল হোসেন মুন্সী গংদের সম্পত্তিগত বিরোধ নিয়ে আদালতে মামলা রয়েছে। ওই মামলায় হাজিরা দিতে আসলে দুপুরে বাক বিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। বাদী পক্ষকে বিবাদী পক্ষ মারধর করে আদালত প্রাঙ্গনে আইন শৃঙ্খলার অবনতি ঘটায়। পরে পুলিশ তাদেরকে আটক করে।
বাদী টেলু মুন্সীর ছেলে আলী হোসেন মুন্সী জানান, বিবাদী পক্ষ মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করে এবং তাদেরকে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে আসছে।