চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকার ঢালী বাড়িতে আলোচিত কোহিনুর হত্যা কান্ডের ঘটনায় ঘাতক নয়ন বেগম ও দেন্ধা রফিককে আটক করে পুলিশ। হত্যার ৪১ দিন পর দেন্ধা রফিককে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এই ঘটনায় নিহত কোহিনুর বেগমের ভাই মোহন বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় ৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করার পর এখনো বাকি আসামীরা পলাতক থাকায় তাদেরকে আটক করতে পারেনি পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা মাসুদ সামিম দেন্ধা রফিকের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। শুক্রবার দুপুরে তাকে জেল হাজত থেকে ২ দিনের রিমন্ডের জন্য চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে। প্রথম আসামী নয়ন বেগম আদালতে খুনের ঘটনা স্বীকারউক্তী প্রদান্ করায় আদালত তার রিমান্ড মঞ্জুর করেনি। উল্লেখ্য,২০১৫ সালের ২২ আগস্ট শনিবার সন্ধ্যায় নয়ন বেগম তার নিজ ঘরে পাওনাদার সৌদি প্রবাসী আব্দুল মান্নানের স্ত্রী কোহিনুর বেগমকে টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এই হত্যার ঘটনা সংঘটিত করে। রহমতপুর আবাসিক এলাকার ঢালী বাড়ির আলী আহমেদ ঢালীর মেয়ে নয়ন বেগম (৩৫)-এর বাসায় কোহিনুরকে জবাই করা লাশটি খাটের নিচে লুকিয়ে রাখে। শনিবার রাত ৯টায় মডেল থানা পুলিশ বাসার ভেতরে প্রবেশ করে খাটের নিচে লুকানো অবস্থায় কোহিনুর বেগম (৪০)-এর মৃতদেহটি উদ্ধার করে। ঘটনার পরপরই নয়ন বেগম এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার কয়েক দিন পর তাকে ও দেন্ধা রফিককে আটক করে।
রহমতপুর আবাসিক এলাকার ৯০ নাম্বার বাসার কোহিনুর বেগমের কাছ থেকে ৩লক্ষ টাকা লোন নেয়। সে টাকা নেয়ার জন্যে ঘটনার দিন বিকেলে কোহিনুর বেগম দেনাদার নয়নের বাসায় যায়। টাকা নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা সৃস্টি হলে এক পর্যায়ে নয়ন তাকে বটি দা দিয়ে কোহিনুরকে জবাই করে দরজা লাগিয়ে পালিয়ে যায়। হত্যার ঘটনা জানাজানি হলে এলাকার শ’ শ’ মানুষ ভিড় জমায়। ঘরের দরজা আটকানো দেখে প্রথমত ভেতরে খিল দেয়া ছিলো বলে ধারণা করা হলেও পরে পুলিশ ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। কোহিনুর বেগমকে হত্যা করে নয়ন তার ঘরের ভেতরে খাটের নিচে লুকিয়ে রাখে। নিহত কুহিনুরের স্বামী ও বড় ছেলের বিদেশ থেকে পাঠানো টাকা নয়ন বেগম মোটা অঙ্কের সুদের লোভ দেখিয়ে লোন নেয়। সে টাকা নিয়েই এ হত্যাকান্ড ঘটে।
শিরোনাম:
শনিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২১ খ্রিষ্টাব্দ , ১৫ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।