চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের চাঁনখার দোকান সংলগ্ন স্থানে নবজাতক শিশু কন্যার লাশ পাওয়া গেছে আজ বিকাল সাড়ে ৬ টায় চাঁদপুর মডেল থানার এস আই শামীম সঙ্গীয় ফোস নিয়ে নাবজতকের লাশটি উদ্ধার করে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, ঘটনার দিক দুপুরে বোরকা পড়া একজন নারী ব্যাগে করে কাপড় ও পেপার পেছিয়ে এনে নবজাতকের লাশটি চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যুব উন্নয়ন সংলগ্ন স্থানে পানিতে পেলে র্দ্রুত সেখান থেকে মহিল পালিয়ে যায়। ব্যাগটি এ ভাবে ফেলে দিয়ে মহিলায় পালিয়ে যাওয়ার কারনে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর স্থানীয়রা ব্যাগটি উদ্ধার করে খুলে নবজাতক শিশু কন্যার লাশ দেখে জেলা পুলিশ সুপার সামছুন্নাহারকে জানালে তিনি চাঁদপুর মডেল থানাকে অবগত করেন। নবজাতকের লাশের খবরটি র্দ্রুত চাঁনখার দোকানসহ আশপাশে এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা নবজাতকের লাশটি দেখার জন্য ভীড় জমায়। দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত বিভিন্ন যানবাহন থেকে যাত্রীরা নেমে নবজাতকের নিঃপাপ লাশটি দেখে সকলে সে কুলাঙ্গার ব্যাক্তিকে ধিক্কার জানান। বিকাল ৫টায় চাঁদপুর মডেল থানায় নবজাতকের লাশটি নিয়ে যাওয়া হয়। এ নিয়ে চাঁনখার দোকান এলাকায় নানাহ গুঞ্জন বিরাজ করছে।
শিরোনাম:
রবিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।